শেফাইল উদ্দিন।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের ৩ কর্মী গুরুতর আহত হয়েছে এবং প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । শনিবার ( ১৭ এপ্রিল) রাত ৮টায় বাজারের দক্ষিণ পাশে ডিসি সড়কের ঈদগাহ মেডিক্যাল সেন্টার এন্ড হাসপাতালে এ ঘটনা ঘটে । খবর পেয়ে ঈদগাঁও থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়,কয়েকজন টমটম ড্রাইভার ,গিয়াস উদ্দীন ( পিতা ছৈয়দুল হক),আব্দুল্লাহ ( পিতা এজহার),টমটম লাইন্সম্যান আমিনের নেতৃত্ব ওই দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক রোগীর উপর আক্রমণে উদ্ধত হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিলে ওই ঘটনার সুত্রপাত হয়।
প্রায় এক ঘন্টা ব্যাপী চলে ওই দূর্বৃত্তদের হামলা ও ভাঙচুর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে কোন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ওই রোগীর নিরাপত্তা বিধানের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসাধীন রোগীর উপর দুর্বৃত্ত হামলা প্রতিহত করতে গিয়েই হাসপাতাল কর্মীরা আক্রমণের শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শী সিরাজুল হক জানান, রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিত অবস্থায় হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি ভাঙচুর চালাতে থাকে, হাসঅপাতাল কর্মীরা এতে বাধা দিলে সোরচিৎকার করে দুর্বৃত্তদল আরো বেপরোয়া হয়ে ডাক্তারে চেম্বার, দরজার গ্লাস,ফ্রন্টডেক্স, কম্পিউটার, ক্যাশ ভাঙচুর করতে থাকে এবং হাসপাতাল কর্মী নুরুল ইসলাম, আমিনের উপর হামলা করে গুরুতর আহত করে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের কয়েকজন শনাক্ত হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছেন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।