শেফাইল উদ্দিন:
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শওকত আলম শওকত।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সমবায় কার্যালয়ে প্রান্তিক কৃষক ভোটার ও গন্যমান্য ব্যক্তিবর্গ সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।এ সময় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সেলিম উল্লাহ সেলিম, ব্যবসায়ী মোজাফফর আহমদ সুমন, উমর ফারুক লিটন,জালাল আহমেদ।
ভোটারদের মধ্যে উপস্থিত ছিলেন,জানে আলম , হারুন রশিদ, মোহাম্মদ আলম, হারুন অর রশিদ (টেকপাড়া),ফোরকান,, আবদু শুক্কুর সহ বিভিন্ন এলাকার লোকজন। উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। হারুন রশিদ , মোহাম্মদ আলম সহ এলাকার কৃষকরা জানান, একজন যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। যিনি প্রান্তিক কৃষকদের অধিকার আদায় কাজ করতে পারবে এবং কৃষি নির্ভরশীল দেশকে এগিয়ে নিতে প্রান্তিক পর্যায় থেকে ভুমিকা রাখবে। এ ব্যাপারে সাধারণ সম্পাদক প্রার্থী শওকত আলম শওকতের সাথে কথা হলে জানান, বাংলাদেশশের সর্ব প্রথম রাবার নির্মাণ করা হয় ঈদগাঁওতে। কৃষি উন্নয়নের লক্ষ্যে এই অগ্রযাত্রা। কিন্তু প্রান্তিক চাষীরা আজ বঞ্চিত, শোষিত,। চাষীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমার এ সংগ্রাম। প্রতি মৌসুমে পানি করচের দাম কমানোসহ তাদের অধিকার আদায়ে আমি কাজ করে যাব এবং তাদের পাশে থাকবো।