শেফাইল উদ্দিন
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঘোনা পাড়া গুরুত্বপূর্ণ সড়কে ব্রীজটি ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ব্রীজের ছাদ ক্রমান্বয়ে ভেঙে যাচ্ছে । এ ব্রীজ দিয়ে এলাকার লোকজন সহ শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করছে ।যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও ঘোনা পাড়া সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছে ঘোনা পাড়া, পুকুরিয়া ঘোনা ও চৌফলদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন। এ সব এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন এ ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে ঈদগাঁও রশিদ আহমদ কলেজ,আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও কেজি স্কুল,মেহের ঘোনা জব্বারিয়া মাদ্রাসা,দারুল পাতা একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। অন্যদিকে এ এলাকার লোকজনের কোন বিকল্প সড়ক না থাকায় একমাত্র এই ঘোনা পাড়া সড়ক দিয়েই ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন প্রয়োজনে ঈদগাঁও বাজার ও কক্সবাজার জেলা শহরে যেতে হয়। ঘোনা পাড়া এলাকার বাসিন্দা ঈদগাঁও চান্দের ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমান উল্লাহ আমানের সাথে কথা হলে তিনি জানান, এলাকার লোকজন সবাই আমরা ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে চলাচল করতেছি। স্থানীয় মেম্বারের সাথে এ বিষয়ে তিনি কথা বললে আগামী নির্বাচনের পর কাজ করবেন বলে জানান। ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমের সাথে কথা হলে বিষয়টি জরুরী ভিত্তিতে দেখা হচ্ছে বলে জানান। এলাকাবাসী এই গুরুত্বপূর্ণ সড়কে ব্রীজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।