শেফাইল উদ্দিন, স্টাফ রিপোর্টার।
কক্সবাজার জেলারঈদগাঁওকে থানার পর উপজেলা হিসাবে কে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার( ২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র ১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।
সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে-যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম প্রশানিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন দেয়া হয়েছে । এ খবর ঈদগাঁওয়ে পৌঁছার মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ উপজেলা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তাদের কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।
এরা হলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে,কর্নেল ফোরকান আহমদ , এমপি সাইমুম সরওয়ার কমল ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম। অন্যদিকে মুহূর্তেই বিভিন্ন এলাকায় চলছে মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা। ঈদগাও উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী তরুণ শিল্পীপতি হুমায়ূন করিম সিকদার যিনি সর্ব প্রথম মিষ্টি বিতরণ করেন ওনার সাথে কথা হলে জানান,সত্যি আনন্দিত ! কিভাবে প্রকাশ করব ভাষা খুঁজে পাচ্ছিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে কর্নেল ফোরকান আহমদ,এমপি সাইমুম সরওয়ার কমল ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমসহ যারা এ আমাদের দীর্ঘদিনের সপ্নকে,প্রানের দাবীকে বাস্তবায়ন করেছেন সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।