আজিজুর রহমান রাজু
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়াতে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ১৮ মাসের খতিজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী ) সকালে এই ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়,গজালিয়া গ্রামের রিদুয়ানের কন্যা বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। মা শারমিন রান্নাঘরের ভিতরে ছিলেন বাড়ি ভিটে ভরাট করার জন্য বাড়ির পাশ থেকে নেওয়া হয় কিছু মাঠি। এতে সৃষ্টি হয় একটি গর্ত বেশ কিছু পানি জমাছিল উক্ত গর্তে আর এই গর্ত কাল হলো পরিবারটির । শারমিন রান্না শেষ করে বাড়িতে থেকে বের হলে শিশু খতিজার দেখা মিলেনা কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। আধাঘণ্টা খোঁজার পর বাড়ির পাশের ডোবায় শিশু হামজার লাশ ভাসতে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত ঈদগাঁও ডায়াবেটিস সেন্টারে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইউসুফ আলী খতিজাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবং এসব বিষয়ে একালাবাসীকে সচেতন হওয়ার আহবান জানান। পরে স্থানীয় কবরস্থানে শিশুটির লাশ দাপন করা হয়।