মোঃ ওসমান গণি ও আজিজুর রহমান রাজুঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলাবাদ ইউনিয়নের পাহাড়ি এলাকার একটি ড্রেনে পড়ে আছে একটি বন্যহাতি। মূলত খাবারের সন্ধানে এসেছিল হাতিটি। তবে ড্রেনে পড়ে থাকলেও হাতিটির শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন পেয়েছে চিকিৎসকরা। রোববার (২১ নভেম্বর) দুপুরে হাতিটি উদ্ধারে কাজ শুরু করেছে কক্সবাজার উত্তর বন-বিভাগ। স্থানীয় লোকজন ও বন-বিভাগ জানায়, রাতের কোন এক সময় ইসলাবাদ ইউনিয়নের ভুমরিয়াঘোনা রেঞ্জের গজালিয়ায় বন্যহাতিটি লোকালয়ে চলে আসে। বনাঞ্চল থেকে বেরিয়ে হাতিটি মূলত খাবারের সন্ধানে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। ড্রেনের পড়ার কারণে হাতিটি উল্টে গিয়ে পড়ে আছে। সে কারণেই হয়তো মৃত্যু হতে পারে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন-বিভাগের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ চন্দ্র রায় বলেন, হাতিটি ময়না তদন্তের জন্য আলামত সংগ্রহ শেষে পুতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা হাতিটির শরীরে কিছু আঘাতের চিহ্ন পেয়েছেন। যার কারণে ড্রেনে পড়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে নাকি কেউ হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বন-বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্ত শেষে পুতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। মৃত্যু কারণ অনুসন্ধান ও ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।