শেফাইল উদ্দিন,স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম আজাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও -চৌফলদণ্ডী-কুরুস্কুল সড়কের আলেয়া পাড়া সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঈদগাঁও উপজেলাধীন পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন।
জানাযায়, জানে আলম আজাদ ঘটনার দিন সন্ধ্যায় কক্সবাজার থেকে চৌফলদন্ডী হয়ে সিএনজি যোগে ঈদগাঁওস্থ বাসায় ফেরার পথে বর্নিত এলাকায় পৌঁছালে সড়কের টার্নিয়ে দ্রুতগামী সিএনজি উল্টে দুর্ঘটনার শিকার হন।সে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। তাকে ঈদগাঁওয়ের প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোবাইলে যোগাযোগ করা হলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সকলের দোয়া কামনা করেছেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে । দীর্ঘদিন তিনি ঈদগাঁওয়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন পরে পদোন্নতির মাধ্যমে পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন।