শেফাইল উদ্দিন।।
কক্সবাজার সদরের ঈদগাঁওতে করোনা সংক্রমন রোধে সর্বান্তক লকডাউন চলছে কিনা তা পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমাইয়া আক্তার সুইটি। বুধবার (১৪ই এপ্রিল) দুপুর সাড়ে বারটার দিকে ঈদগাঁও বাসস্টেশন ও বাজার পরিদর্শন করেন। এ সময় মাস্ক বিহীনদের দুই শত টাকা জরিমানা করা হয় এবং দোকান খোলা রাখায় অনেক কে সর্তক করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: আবদুল হালিমের নেতৃত্বে পুলিশ দল।
উল্লেখ্য সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। জন ও যানচলা চল দেখা যাচ্ছে না । খাদ্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছুুুু বন্ধ রয়েছে।