আজিজুর রাহমান রাজু:
কক্সবাজার ঈদগাঁও উপজেলা ইসলামপুর নতুন অফিস বাজারস্থ মোর্শেদ টমমট গ্যারেজের সামনে মামুন নামের এক যুবক গাড়ির ধাক্কায় শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে মাঠিতে লুটে পড়ে। পায়ের হাড্ডি সম্পূর্ণ রুপে আলাদা হয়ে যায়। ফলে যুবকটি হিতাহিত জ্ঞান হারা হয়ে যায়। ১৭ ফেব্রুয়ারী দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায় যুবকটি স্থানীয় ইসলামপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মামুন রশিদ। স্থানীয় আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন জানান এক্সিডেন্ট এর ৩০ মিনিট আগে নাপিতখালি বটতলীতে মদ পান করা অবস্থায় আমি তাকে দেখি সেখান থেকে আমি আমার টমটম গাড়িতে করে বাড়িতে নেওয়ার সময় খেলার মাঠ নামক জায়গায় নেমে পড়ে । এর কিছুক্ষণ পর শুনি রাস্তার উপর এক্সিডেন্ট হয়ছে। কি গাড়ি ধাক্কা মারছে কেউ সনাক্ত করতে পারে নাই স্থানীয়সহ বাজার কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী মোরশেদ ও বাজার পহরি মিলে তাকে গুরুত আহত অবস্থায় উদ্ধার করে সিএনজি যোগে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করে নাই বলে জানায়, পরে চকরিয়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে চিটাগাং নেওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা বলেন পা কেটে ফেলতে হবে তার হাড্ডি মাংস রাস্তায় ছিল আমরা পানি দিয়ে ধুয়ে হতা পরিস্কার করি এমন ঘটনা মর্মাহত৷ সকলে ।