সোমবার, ২৩ জুন ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে পুরুষ দিয়ে নারীদের সাজগোজের সংবাদে এলাকায় তোলপাড়! নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা  ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানকে শান্তির আহ্বান, না হলে আরো বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সেচ্ছাশ্রমে এক কিলোমিটার সড়ক মেরামত নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৪লক্ষ মানুষ মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা জানারঘোনায় বন্যহাতির আক্রমণে আহত রিয়া মণির পাশে দাড়াঁলেন উপজেলা প্রশাসন।

ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার ( ২১ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চিত্রাংকন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ সুভ রঞ্জন চাকমা, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।

বক্তারা মহান ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

বলেন, তাদের আত্মদানের মাধ্যমেই মহান একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে

চিত্রাংকন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে একুশের প্রথম প্রহরে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি সংস্থা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ঘন্টা ব্যাপী চলেছে পুষ্প স্তবক অর্পণ কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার নেতৃত্বে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।শ্রদ্ধা জ্ঞাপনকারী সংগঠন গুলোর মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি পরিবার, ঈদগাঁও থানা, বনবিভাগ, স্বাস্থ্য বিভাগ, আনসার বাহিনী, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের ব্যক্তিবর্গ।

অন্যদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। একুশ উদযাপন মূল কমিটি এবং চারটি হাউজের হাউজ শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্প স্তবক প্রদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ও ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs