বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ, মোবাইলসহ নগদ অর্থ চুরি ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজ জামিনে কারামুক্ত উখিয়া পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী কুতুবদিয়া মগনামা চ্যানেলে সী- ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শন রাজনৈতিক সহিংসতায় আহত ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু! খুটাখালী কিশলয় স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ইউএনও আতিকুর রহমান কক্সবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত:পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে-এডিসি শিক্ষা কক্সবাজার পৌরসভায় জনভোগান্তি ও দুর্নীতির ফাঁদে পৌরবাসী অধ্যাপক আজিজুর রহমানের পিতার মৃত্যুতে দৈনিক রূপালী সৈকত পরিবারের শোক

ঈদগাঁওতে পুরুষ দিয়ে নারীদের সাজগোজের সংবাদে এলাকায় তোলপাড়!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁওতে পার্লারের আড়ালে সৌন্দর্য পিপাসু নারীদের ফাঁদে ফেলে পুরুষ দিয়ে সাজগোজের গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে এক তরুণীর বিয়ে ভেঙ্গে যাওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও বাজারের ছাগল বাজারস্থ নুর টাওয়ারের দ্বিতীয় তলায় ঈদগাহ বিউটি পার্লার নামক এক প্রতিষ্ঠানে পাশ্ববর্তী উপজেলা চৌফলদণ্ডীর সানি নামের এক পুরুষ পার্লার কর্মী দীর্ঘদিন যাবত অভিনব প্রতারণায় সৌন্দর্য পিপাসু নারীদের ফাঁদে ফেলে সাজগোজে বাধ্য করে আসছে।

খোঁজ নিয়ে জানা যায়,নারীরা এ পার্লারে গেলে প্রথমে দুই কিশোরী পার্লার কর্মী সাজানোর প্রস্তুতি হিসেবে প্রাথমিক কাজ শেষ করে। মাঝপথে এ পুরুষ পার্লার কর্মীকে সৌন্দর্য বর্ধনের নিপুণ কারিগর হিসেবে উপস্থাপন করে তাকে দিয়ে নারীদের সাজগোজ করাতে বাধ্য করে। নারীরা নিয়মিত এ জঘন্য প্রতারণার শিকার হলেও লোকমূখের দূর্নাম থেকে বাঁচতে নিরবে এ প্রতারণা সহ্য করে আসছে।এমন কি পুরুষ দিয়ে সাজগোজের বিষয়টি ক্যামেরায় ধারণের ভয়ে মুখ খুলার সাহসো করেনা কোন ভুক্তভোগী।

সম্প্রতি এ পুরুষ পার্লার কর্মী সানি বাজারের এক দোকানে পণ্য ক্রয় করতে গেলে তাকে দেখে অপর পুরুষ ক্রেতা ক্ষীপ্ত হয়ে বলে এ ছেলেটি তার নববধূকে সাজানোর ঘটনা ফাঁস হলে অনুষ্ঠানস্থলে বিয়ে ভেঙে দেয়া হয় বলে গুরুতর অভিযোগ তুলে।এতে পুরুষ পার্লার কর্মিটি দ্রুত স্থান ত্যাগ করে নিজেকে রক্ষা করে।

এ ঘটনা জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, ঈদগাঁহ বিউটি পার্লারের মালিক আবছার দীর্ঘদিন যাবত এ জঘন্য প্রতারণা করে আসছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সাইনবোর্ড এ পার্লারের স্বত্বাধিকারী সামিরা সোলতানা ও মোশরফা নামের দুই নারীর নাম দেখা গেলেও প্রকৃত মালিক হচ্ছে নুরুল আবছার।

অভিযোগ উঠা পার্লার মালিক নুরুল আবছারের সাথে কথা হলে তিনি দীর্ঘদিন যাবত নারী কর্মীর পাশাপাশি সানী নামের পুরুষ কর্মী দিয়ে কাজ করানোর কথা স্বীকার করে বলেন,অভিযোগ উঠায় তাকে দিয়ে এখন কাজ করান না।তবে তাকে দিয়ে কেউ কারাতে চাইলে ডেকে কাজ করান বলে জানান। তার কারণে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন।

অভিযুক্ত পার্লার কর্মী সানির সাথে মোবাইল কথা হলে জানান, মালিক ডাকলে গিয়ে সাজগোজের কাজ করে দেন বলে স্বীকার করেন।

বাজারের সচেতন ব্যবসায়ীদের দাবি বাজারের যত্রতত্র পার্লার গড়ে তুলে এক শ্রেণীর অসাধু পার্লার মালিক চড়া বেতনে সুন্দরী বিউটিশিয়ানদের কর্মী হিসেবে নিয়োগ দেয়। পরে আরো বেশী অর্থের প্রলোভনে ফেলে গোপনে মাদক কারবারসহ অনৈতিক কাজে ব্যবহারের কারণে এলাকার উঠতি তরুণ-তরুণী ও কোমলমতি কিশোর কিশোরীদের বিপথগামীতার মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন।

বাজারের সচেতন ব্যবসায়ী ও এলাকাবাসী উক্ত গুরুতর বিষয়টি তদন্ত পূর্বক জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান প্রশাসনের নিকট।

ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ ছুটিতে থাকায় সেকেন্ড অফিসার এসআই আছাদুর রহমানের সাথে এ বিষয়ে কথা হলে তিনি কোন ভূক্তভোগী থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs