আজিজুর রহমান রাজু :
শুক্রবার (২৬ জুলাই) ঈদগাঁও উপজেলা ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত আবু বক্কর (প্রকাশ ভুট্টো) ডাকাত একই ইউনিয়নের ভোমরিয়া ঘোনা, দল্যাজিরি শিয়াপাড়া এলাকার ছৈয়দ নূর প্রকাশ( ছৈয়দ বৈদ্য) ছেলে।
জানা যায়, ঈদগাঁও সড়ক এক আতঙ্কের নাম যেখানে সন্ধ্যার পর পরই চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গেলেই পড়তে হয় ডাকাতদের কবলে! সম্প্রীতি আবারও সক্রিয় হয়ে উঠে চক্রটি ক’দিন পরপরই ডাকাতি সংঘটিত হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার ২৬ জুলাই রাত ১০.৩০ মি. সময় ঈদগাঁও ঈদগড় সড়ক হিমছড়ি ঢালা নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি চালায় সংঘবদ্ধ ডাকাত চক্র এসময় রাস্তায় ব্রিগেড দিয়ে গাড়ির গতিরোধ করে ডাকাতি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেই ঐ সংঘবদ্ধ ডাকাতদল চক্রটি।
খোঁজ পেয়ে স্থানীয়রা তাদের(ডাকাত) তাড়া করে। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও আবু বক্কর ভুট্টো ২৭ নামের স্থানীয় একজনকে ধরতে সক্ষম হয় এলাকাবাসী। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ডাকাত ভুট্টো।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ মৃত্যু দেহ উদ্ধার করে কক্সবাজার ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান।
উল্লেখ্য এর আগেও ঈদগাঁও-ইদগড় সড়কের পানের ছড়া,হিমছড়ি,সাতঁতারা ডালা ও বিভিন্ন স্থানে রাতের আঁধারে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ কারণে উপজেলার লোকজন সন্ধ্যার পর ওই সড়কে চলাচলে শঙ্কিত থাকেন।