আজিজুর রহমান রাজু।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে মহান বিজয় উৎসব উদযাপিত হয়েছে। সকালে ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর)
ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে পতাকা উত্তোলন,কুচকাওয়াজও সংস্কৃতি অনুষ্ঠান।
সকাল ৮টা থেকে শুরু অনুষ্ঠিত অনুষ্ঠান হয়ে দুপুর ১২ পর্যন্ত চলে ।
এতে প্রধান অতিথি ছিলেন ককসবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধরী। ঈদগাঁও রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম,-সন্জীব চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম
সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি মাষ্টার রেজাউল করিম,দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি (ইলি)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাষ্টার নুরুল আমিন হেলালি, কাপি আনোয়ারের যৌথ সঞ্চলনায় মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে ২০টি প্রতিষ্টানের কাব, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা ছিলেন ঈদগাঁও থানা পুলিশ, রেড ক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের একদল স্বেচ্ছাসেবী প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগত সলক প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে
অনুষ্ঠানের সমাপ্তি হয়।