শেফাইল উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজার সদরের ইসলামপুরে শ্বশুর বাড়ি থেকে সীমা আক্তার (২০) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ।পুলিশ সীমা আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি।। ২৬ এপ্রিল মধ্যরাতে ইসলামপু ইউনিয়নের নাপিতখালী দুদুমিয়ার ঘোনা এলাকায় এঘটনা ঘটে। নিহত সীমা আক্তার সদরের চৌফলদন্ডীর ৪নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকার নুরুল আলমের মেয়ে।
ঘাতক মোহাম্মদ হাসান পলাতক রয়েছে, সে পোকখালী এলাকার জাফর আলমের ছেলে ।সে জায়গা ক্রয় করে বাড়ি করে দীর্ঘদিন ধরে ইসলামপুরের বর্নিত এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছে । নিহত সীমা আক্তারের চাচা নুরুল কবির জানান, গত ২০ জানুয়ারি পারিবারিক ভাবে জাফর আলমের ছেলে হাসানের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় যৌতুক দাবি করে আসছিল।
তাদের পরিবার আর্থিক সংকটে থাকায় যৌতুক দিতে অপারগতা প্রকাশ করেন তারা৷ যৌতুক না পেয়ে স্বামী হাসান, শাশুড়ী রোকসানা প্রায় সময় নববধূ সীমাকে শারীরিক-মানসিক ভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সীমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নুরুল কবিরের।
রিপোর্ট লিখা পর্যন্ত ময়না তদন্ত শেষে লাশ দাফন ও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে৷