বার্তা পরিবেশক
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৩/০৪/২১ ইং তারিখে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশ-বিদেশে, দৈনিক কক্সবাজার ও অনলাইন প্রত্রিকায় ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদাকে অব্যাহতি প্রদান সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলার কার্যকারী কমিটি কাউকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেননি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক কাউকে ইচ্ছে হলে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। তাই গঠনতন্ত্র মোতাবেক ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা স্বপদে বহাল রয়েছে। বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজে প্রকাশিত সংবাদটি নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান সদর আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।