শেফাইল উদ্দিন,কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নুতন অফিস এলাকায় বনবিভাগের পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে। বনবিভাগের লোকজনের সহযোগিতায় পাহাড় ও বনভূমি নিধনের মহোৎসব চলছে বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকার ৩নং ওয়ার্ডের মৃত শফি আলমের পুত্র আবুল কালাম প্রকাশ আবু ইউনিয়নের নুতন অফিস পাড়া খেলার মাঠের পুর্বে মহাসড়কের পর্ব পাশে লাল মিয়া চৌকিদারের বাড়ি সংলগ্ন ২০০১ সালের সামাজিক বনায়নের বিশাল বাগান দখলে নিয়ে পাহাড় কেটে প্লট আকারে বিক্রি করছে। কড়া ৫০ হাজার করে ১০ কড়া ৫ লক্ষ টাকা করে এ প্লট বিক্রি হচ্ছে বলে জানান এলাকার লোকজন।
এ ব্যাপারে অভিযোগ উঠা আবুল কালাম আবুর সাথে সাথে কথা হলে প্লট বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন ক্ষেত করার জন্য মাটি কাটা হচ্ছে এবং আরো জানান বনবিভাগের লোকজনের সাথে সম্পর্ক আছে,বর্তমান চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সবাই ওনার লোক তেমন অসুবিধা হবে না।
এ ব্যাপারে নাপিতখালী বিট কর্মকর্তার দ্বায়িত্বে থাকা এফজি নুর মোহাম্মদের সাথে কথা হলে তিনি এ বিষয়ে জানেন না। খবর নিয়ে দেখবেন বলে জানান।
রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন আহমেদের সাথে কথা হলে তিনি ঘটনা স্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।
স্থানীয় জসিম, সাদেক ,শাহজাহান,আজিজসহ অনেকে জানান বীট কর্মকর্তার সহযোগিতায় ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনবিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, পাহাড় কাটা ও বনজঙ্গল নিধন চলছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।