প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (বাঁশকাটা) সাবেক মেম্বার মোক্তার আহমদ (৬৫) নামাজে জানাজায় শোকার্ত জনতার ঢল নামে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাদে জুহর কৈলাশেরঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মোক্তার আহমদ ফুলছড়ি দাখিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা। এলাকার শিক্ষা, ক্রিড়া,উন্নয়ন ও সমাজ বিনির্মানে অনন্য ভূমিকা রাখেন।
সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাঁশকাটাস্থ নিজ বাড়িতে মোক্তার আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘ কয়েক বছর যাবত কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। তিনি ডাচ বাংলা ব্যাংক এর সিনিয়র অফিসার এসানুল হক এর পিতা ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাব কক্সবাজার এর সভাপতি মোঃ নেজাম উদ্দিন এর শশুর।
মরহুম মোক্তার আহমদের ৩ ছেলে ৩ মেয়ে।
মরহুমের ছেলে এহসানুল হক পিতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।