সংবাদ বিজ্ঞপ্তি।
জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখা গঠনকল্পে এক সভা ৩ সেপ্টেম্বর শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমাজ সেবক এড আয়াজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম।বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের অধিকার রক্ষা,সামাজিক মর্যাদা এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা পাওয়ার জন্য জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যক্রম সমোন্নত রাখার অঙ্গীকার করা হয় সভায়। সর্বসম্মতিতে ইফতেখার উদ্দিন চৌধুরীকে আহবায়ক এড রমিজ আহাম্মদ কে সদস্য সচিব করা হয়।সভায় সদস্য বৃন্দ যথাক্রমে মুকিম খান, রমজান আলী, মফিজুর রহমান, এড সিরাজউদ্দীন অধ্যাপক জুবায়দুল হক,সেলিনা আক্তার প্রমুখ।