সংবাদ বিজ্ঞপ্তি:
অদ্য ১৮ জুন ২০২১ ইং তারিখ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১২তম একাডেমিক কাউন্সিলের সভা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া এর সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রস্টিজ এর চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন আহমদ সিআইপি, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব প্রফেসর এ.কে.এম গিয়াস উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর আব্দর রহীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুল্লাহ, বিশ^বিদ্যালয়ের ডিন ড. খান সরফরাজ আলী, বিশ^বিদ্যালয়ের অর্থ পরিচালক মো. জসিম উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুল হক, আইন বিভাগের বিভাগীয় প্রধান অরূপ রতন সাহা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ফাহমিদা আক্তার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তামান্না নওরীন আজম, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আরিফুল ইসলাম, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের মো. নাজিম উদ্দিন ছিদ্দিকী।
সভায় বিশ^বিদ্যালয়ের অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রনীত নীনিমালা সম্পর্কে এবং কক্সবাজার ইন্টারন্যঅশনাল ইউনিভার্সিটির সামার ২০২১ এর ভর্তির বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিশ^বিদ্যালয়ের অন্যান্য একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।