প্রেসবিজ্ঞপ্তিঃ
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে অধিকার আদায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবীর প্রথম দফা দাবী পূরণ করার উদ্যোগ গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য, কক্সবাজার জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সদস্য কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক দৈনিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কক্সবাজার অফিস প্রধান মোঃ শহীদুল্লাহ৷
এসময় তারা বলেন, বর্তমান সরকারের আমলেই সাংবাদিক কল্যাণ ফান্ড করা হয়েছে। সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে অন্তত কাজ শুরু করেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বর্তমান সরকারের আমলেই দেশের সাংবাদিক সমাজ তাদের বেঁচে থাকার অধিকার তথা বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবীর অন্যান্য দাবী সমূহ বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়’র সামনে বিএমএসএফএর ব্যানারে আয়োজিত আনন্দ র্যালীশেষে সভাপতি সম্পাদক এসব কথা বলেন৷
সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, ব্রিটিশ শাসন আমল থেকে পাকিস্তান আমল, পাকিস্তান আমল থেকে স্বাধীনতার ৫০ বছরে কোন সরকার সাংবাদিকদের এ অধিকার দেয়নি৷ একমাত্র বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ উদ্দ্যোগ গ্রহন করেন৷ তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ কে অভিনন্দন জানিয়েছেন৷
সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ বলেন,
বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন-অর্জনের পেছনে জনগণের সঙ্গে থেকে যে মানুষটি অধ্যবসায়ের সঙ্গে দিনরাত নিরলস শ্রম দিয়ে চলেছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দীক্ষা কল্যাণমন্ত্রে, যে কারণে উন্নয়নের ব্রত সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রাখেন সর্বক্ষণ। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ঘোষিত মাদক, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার সৈনিক হিসাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১৫ হাজার সদস্য সৈনিক হিসাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠিত র্যালীতে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএমএসএফ’র সহসভাপতি দৈনিক রূপালী সৈকতের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আবুল হাশেম, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, জেলা প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সহসম্পাদক মোঃ ইসমাঈল শাহ, সাংবাদিক মিনার, সদর উপজেলা শাখার সহসভাপতি শফিউল হক রানা।
এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে,বিএমএসএফ কক্সবাজার জেলার অর্থ সম্পাদক জাহেদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া, কক্সবাজার জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি জসিম উদ্দিন, জেলা কার্যকরী কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী ও আমিন উল্লাহ , সাংবাদিক মোঃ ইয়াকিন, মুসলিম উদ্দীন, কামরুল হাসান মামুন, সোহেল আরমান, মোহাম্মদ সরওয়ার জাহান, ইয়াছিন আরাফাত, আমিনুল ইসলাম, সায়েক আহমেদ, সেলিম উদ্দিন বাপ্পীসহ প্রমূখ৷