মিজানুর রহমান
কক্সবাজার জেলার কুতুবদিয়ার দিনমজুর ইসলাম বাবুলের(২৬) দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। সে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হকদার পাড়া গ্রামের আব্দু শুক্কুরের ছেলে ।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের চিকিৎসক ইমদাদুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ইসলাম বাবুল। পারিবারিক দিক থেকে আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ছেলের চিকিৎসা ব্যয়ভার বহন করতে অক্ষম তার পরিবার। এতদিন ধারদেনা করে দূর্বহভাবে চিকিৎসার খরচ চালিয়েছেন তার বাবা দিনমজুর আব্দু শুক্কুর। মৃত্যুর আগে আব্দু শুক্কুর জানান, ছেলের চিকিৎসার জন্য আরও ১২ লক্ষ টাকা প্রয়োজন। মোটা অংকের হিসেবে অসহায় হয়ে পড়ে আব্দু শুক্কুরসহ তার পুত্রবধূ শাহানা বেগম। এ পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১১ অক্টোবর ইসলাম বাবুলের বাবা আব্দু শুক্কুর মৃত্যু বরণ করেন। শশুরের মৃত্যু ও দুটি কিডনি নষ্ট স্বামীকে নিয়ে দিশেহারা তিন সন্তানের জননী শাহানা বেগম। জোবাইর ইসলাম (৭), তাসনোবা আক্তার (৩) এবং মো. জিহান (৩ মাস) এ তিন সন্তানের জননী শাহানা বেগমের নি:স্ব পরিবারটি নিরুপায় হয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।
যোগাযোগ করুন 01812526412 (জসিম)