শেফাইল উদ্দিন, স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সিঃ সহসভাপতি বিএনপির নিবেদিত প্রাণ মরহুম আব্দুস সালামের অসহায় পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলা শাখা৷
রবিবার (১০ অক্টোবর) ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ছানাউল্লাহ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা বজল আহমদ এবং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক নুরুল আলম নগদ ১০ হাজার টাকা পালাকাটাস্থ বাড়িতে মৃত বিএনপি নেতার স্ত্রীর হাতে তুলে দেন৷
নগদ অর্থ সহযোগিতা পেয়ে চোখের পানি ফেলে মরহুমের স্ত্রী বিএনপির সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল ও আগত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় ঈদগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা শওকত আলম শওকত ও উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি পাগল আব্দুস সালামের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,‘মরহুম আব্দুস সালাম বিএনপির নিবেদিত প্রাণ৷ অসুস্থ শরীর নিয়েও জাতীয়তাবাদী দলের নানা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন তিনি৷ জননেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে সামান্য সহযোগীতা নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ’৷
উল্লেখ্য, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০১৮ সালের ৩ আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হন বিএনপি পাগল আব্দুস সালাম। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জন্মদাতা কাঠ মিস্তি আব্দুস সালামের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তার পরিবার সেসময় শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছিলেন।