শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক চলছে যৌথ বাহিনীর অভিযান:১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২ ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ মাতারবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুছ ফাসিঁয়াখালীতে ১০কেজি ওজনের অজগর সাপ উদ্ধার কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহফিলে মিলাদুন্নবী (স:) উদযাপন রেকর্ড বৃষ্টিতে কক্সবাজার প্লাবিত, পাহাড় ধ্বসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সদরে ৬ জনের মৃত্যু সাধারণ মানুষকে পুলিশ হয়রানি করলে আমি তাকে হয়রানি করবো- কক্সবাজারের নবাগত পুলিশ সুপার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ছাত্রের শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক আটক কুতুবদিয়ায় এক ডাকাত আটক

আর্থিক সহযোগিতা পেয়ে অঝোরে কাঁদলেন প্রয়াত বিএনপি নেতার স্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

শেফাইল উদ্দিন, স্টাফ রিপোর্টার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সিঃ সহসভাপতি বিএনপির নিবেদিত প্রাণ মরহুম আব্দুস সালামের অসহায় পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলা শাখা৷

রবিবার (১০ অক্টোবর) ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ছানাউল্লাহ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা বজল আহমদ এবং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক নুরুল আলম নগদ ১০ হাজার টাকা পালাকাটাস্থ বাড়িতে মৃত বিএনপি নেতার স্ত্রীর হাতে তুলে দেন৷

নগদ অর্থ সহযোগিতা পেয়ে চোখের পানি ফেলে মরহুমের স্ত্রী বিএনপির সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল ও আগত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় ঈদগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা শওকত আলম শওকত ও উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি পাগল আব্দুস সালামের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,‘মরহুম আব্দুস সালাম বিএনপির নিবেদিত প্রাণ৷ অসুস্থ শরীর নিয়েও জাতীয়তাবাদী দলের নানা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন তিনি৷ জননেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে সামান্য সহযোগীতা নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ’৷

উল্লেখ্য, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০১৮ সালের ৩ আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হন বিএনপি পাগল আব্দুস সালাম। স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জন্মদাতা কাঠ মিস্তি আব্দুস সালামের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তার পরিবার সেসময় শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By Bangla Webs