বার্তা পরিবেশক।
কোভিড-১৯ এর কারণে সরকার ঘোষিত লাকডাউন সহ কুতুবদিয়া থানা এলাকায় আইনশৃংখলা সমুন্নত রাখার স্বার্থে নিম্নলিখিত শর্তাবলি মেনে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য অনুরোধ করা হইল:
### সকলে নিজ নিজ ঘরে বসে টেলিভিশনে খেলা দেখবেন।
### খেলার সময় অথবা খেলার পরে কোন প্রকার আতশবাজি/ফাটকা ফুটানো যাবে না।
### কোন হাট বাজার/দোকান পাট/হোটেল/রেস্তোরা/ক্লাবে গণ জমায়েত হয়ে খেলা দেখা যাবে না।
### খেলা শেষে কোন প্রকার আনন্দ মিছিল না করার জন্য অনুরোধ করা হইল।
### খেলাকে কেন্দ্র করে কোন প্রকার খাবারের আয়োজন না করার জন্য অনুরোধ করা হইল।
### অত্র কুতুবদিয়া থানা এলাকায় ভোর থেকে ০২ টি মোবাইল টিম সার্বক্ষণিক মোতয়েন থাকবে।
### কোন উম্মুক্ত স্থানে প্রজেক্টর অথবা বড় পর্দায় খেলা দেখা যাবে না।
### সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
### খেলাকে কেন্দ্র করে কোন ফৌজদারী অপরাধ করলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সুশীল সমাজের সভাপতি/সাধারণ সম্পাদক গণকে যার যার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সর্তক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হইল।
অনুরোধক্রমে…………………
মোহাম্মদ ওমর হায়দার
অফিসার ইনচার্জ,
কুতুবদিয়া থানা, কক্সবাজার।