
এম.এ.কে.রানা, মহেশখালী:
জমজমাট ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামল সাবেক কৃতি ফুটবলার প্রবাসী পহর উদ্দীন প্রদত্ত আরশ খানঁ আন্ত মাতারবাড়ী দিবা-রাত্রি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর।
মাতারবাড়ী ইউনিয়নের দুই শক্তিশালী দল মাতারবাড়ী যুব বিভাগ খন্দারবিল বনাম মাতারবাড়ী ফুটবল একাডেমির মধ্যকার খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাত ১০টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে জয়লাভ করে মাতারবাড়ী যুব বিভাগ খন্দারবিল।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের শুরুতে মাতারবাড়ী যুব বিভাগ খন্দারবিলের জালে বল জড়ান মাতারবাড়ী ফুটবল একাডেমির খেলোয়াড়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাতারবাড়ী ফুটবল একাডেমির জালে গোল জড়িয়ে সমতায় ফেরে মাতারবাড়ী যুব বিভাগ খন্দারবিল। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ চললেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১-১ গোলে খেলা ড্র হয়। পরে ট্রাইবেকারে জয় তুলে নেয় মাতারবাড়ী যুব বিভাগ খন্দারবিল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ভেন্ডার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী নাইট রাইডার্স এর প্রতিষ্ঠাতা পরেশ কান্তি শীল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সংগঠক সহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় টুর্নামেন্ট’র দাতা, সাবেক কৃতি ফুটবলার প্রবাসী পহর উদ্দীন বলেন, মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি নৈতিক ও উন্নত সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিশ্চিত করা টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এ টুর্নামেন্ট মাতারবাড়ী ফুটবল অঙ্গনে সাড়া জাগিয়েছে। আমাদের তরুণ সমাজকে বিভিন্ন অপরাধ মুলক কাজ থেকে রক্ষা করতে এ ধরণের আয়োজনের কোনো বিকল্প নেই।
ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভেন্ডার রফিকুল ইসলাম বলেন, এ টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মেধা ও শক্তি বিকাশের এক অনন্য সুযোগ। ফুটবল তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালিত করে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বাড়ায়।
খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভেন্ডার রফিকুল ইসলাম, দাতা প্রবাসী পহর উদ্দীন, টুর্নামেন্টের সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দীন গিয়াস, বিশেষ অতিথি পরেশ কান্তি শীল সহ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..