অনলাইন ডেস্ক।
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ১০২ জন মৃত্যুবরণ করেছে। এটি এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত শুক্র ও শনিবারও ১০১ জন করে মারা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।