
নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁওতে অস্ত্রের মুখে জিম্মি করে সেতু তৈরির মালামাল ও তিনটি গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল।
শুক্রবার (২০জুন) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর র মাইজ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম কর্মী সেলিম আহমদ জানান, ভোররাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল উক্ত এলাকায় নির্মিতব্য সেতুর ঘুমন্ত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রী লুট করে।পরে পাশের ছাত্র দল নেতা সাজ্জাদের গোয়াল ঘর থেকে তিনটি গরু লুট করে গাড়িযোগে স্থান ত্যাগ করে।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার আছাদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এক মহিলার মাধ্যমে এ ঘটনা জেনেছেন বলে জানান।
এর আগের দিন ১৯ জুন ভোররাতেও একই ইউপির সাতঘরিয়া পাড়া থেকে সশস্ত্র ডাকাতদল ছয়টি গরু লুট করে।
এর আগে গত ১৬ জুন সকালে একই ইউপির ঈদগাঁও -ঈদগড় সড়কে গণডাকাতির পর স্কুলছাত্রসহ তিন যাত্রীকে অপহরণ করে সশস্ত্র ডাকাতদল পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়।
এক কথায় জুলাই বিপ্লব পরবর্তী ঈদগাঁও থানার পরিবর্তিত প্রশাসন উপজেলার আইন শৃংখলা উন্নয়নের পরিবর্তে ফ্যাসিস্ট আওয়ামী অপরাধীদের আটকের পরিবর্তে তাদের সাথে সখ্যতা গড়ে তুলে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনে মত্ত হয়ে উঠে। যার কারণে থানা পুলিশ এ পর্যন্ত চিহ্নিত কোন আওয়ামী দোসর ও অপরাধীকে আটক না করে চুনোপুঁটিদের আটক করে উর্ধ্বতন প্রশাসনকে ফাকি দিচ্ছে। যার কারণে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।উপজেলার আতঙ্কিত জনগণ আইন শৃংখলার উন্নয়নে বর্তমান থানা প্রশাসনের বিষয়ে কার্যকরপদক্ষেপ নিতে জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ জাতীয় আরো খবর..