জিয়াউল হক জিয়া
কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে পাগলির ছড়া থেকে বালু উত্তোলনের শ্যালু মেশিন ভাংচুর সহ পাইপ লাইন কেটে ধ্বংস করল সংশ্লিষ্ট বনবিভাগ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার খুটাখালী বনবিটস্হ পাগলিরনছড়ায় এ অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়ে চকরিয়াস্হ ফুলছড়ি রেঞ্জ আওতায়ধীন খুটাখালী বনবিট কর্মকর্তা মোহাম্মদুল হক জানান,বর্ষার এমন মৌসুমে আমরা বনভূমির উপর দিয়ে প্রবাহিত পাগলির ছড়ায় অবৈধভাবে শ্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করেছে ডুলাহাজারার মনির আহমদ নামের এক যুবক।এমন সংবাদ পেয়ে আমি বিষয়টি রেঞ্জ কর্মকর্তা ও ডিএফও স্যারকে জানিয়েছি।উধ্বর্তন এ কর্মকর্তাদের নির্দেশক্রমে আমার অফিসের কয়েকজন স্টাপকে সাথে নিয়ে অভিযানটি পরিচালনা করি।অভিযানে গেলে পাগলির ছড়ায় একটি বালু উত্তোলনকারী মেশিন দেখতে পায়।তখন মেশিনটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলি আর পাইপগুলো কেটে টুকরো-টুকরো করে ধ্বংস করে দিয়েছি।অবৈধ এই বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।